Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় চালকলে অভিযান চালিয়ে ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২২ ১৮:২১

নওগাঁ: চালের দাম বাড়ায় নওগাঁয় চালকল এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালনো হয়েছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া অভিযানে বৃহস্পতিবার (২ জুন) দুপুর পর্যন্ত জেলার ১১টি উপজেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময়ে মোট ৪২টি মামলা দায়ের এবং ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) পর্যন্ত জেলার সাপাহার উপজেলায় অভিযানে ৪টি মামলা ও ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, সদর উপজেলায় ২টি মামলা ও ২০ হাজার টাকা জরিমানা, মহাদেবপুর উপজেলায় ২টি মামলা ও ৯০ হাজার টাকা জরিমানা, পত্নীতলা উপজেলায় ১২টি মামলা ও ২ লাখ ৩৪ হাজার টাকা ও আত্রাই উপজেলায় ৪টি মামলা ও ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, অভিযান চালিয়ে ১৮টি মামলা ও ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান অব্যাহত থাকলেও এখন পর্যন্ত নওগাঁর খুচরা চাল বাজারগুলোতে কমেনি চালের দাম। বাড়তি দামেই চাল বিক্রি হচ্ছে।

নওগাঁ পৌর ক্ষুদ্র চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকার বলেন, ‘এখন পর্যন্ত খুচরা চাল বাজারে সরকারের পরিচালনা করা অভিযানের কোন প্রভাবই পড়েনি। আমরা যে মোকামগুলো থেকে পাইকারী চাল ক্রয় করি সেখানেই বেশি দাম দিয়ে বস্তা কিনতে হচ্ছে। তাই আমরাও বেশি দামে খুচরা বাজারে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছি।’

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে যেভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে তাতে করে আগামী সপ্তাহের প্রথম দিন থেকেই কমতে শুরু করবে সব ধরনের চালের দাম। যতদিন চালের বাজার স্থির না হচ্ছে এবং সরকার যতদিন এই অভিযান পরিচালনার নির্দেশনা দিবেন ততদিন এই অভিযান অব্যাহত রাখা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

চালকলে অভিযান জরিমানা নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর