Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ প্রশাসনের ওপর নির্ভরশীল নয়: কৃষিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২২ ১৭:৪৭

নাটোর: আওয়ামী লীগ প্রশাসনের ওপর নির্ভরশীল নয় বলে জানিয়েছেন, দলের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (২ জুন) সকালে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের ঔষধি গ্রাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

বিএনপিকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করার শক্তি আওয়ামী লীগের রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা ও মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া প্রশাসনের দায়িত্ব। সাংবিধানিক, বৈধ সরকার থাকা অবস্থায় নিরাপত্তা বিধান করা তাদের নৈতিক দায়িত্ব।’

বিজ্ঞাপন

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘২০২৩ সালের নির্বাচন সামনে রেখে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনের হুমকি দিচ্ছে। কোন আন্দোলন যদি অস্ত্রের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে তাণ্ডবের মাধ্যমে করতে চায় তাহলে আওয়ামী লীগ সেটা রাজনৈতিক ভাবে মোকাবিলা করবে।

এসময় স্থানীয় সংসদ সদস্য, কৃষি অধিদফতরের মহা পরিচালক, কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। পরে কৃষিমন্ত্রী কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক নির্ভরশীল প্রশাসন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর