ইমরান-নাকানোর পরস্পরের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন খারিজ
২ জুন ২০২২ ১৩:২৬ | আপডেট: ২ জুন ২০২২ ১৫:৩৩
ঢাকা: জাপান থেকে আসা দুই শিশুর মা নাকানো এরিকো ও বাবা ইমরান শরীফের পরস্পরের বিরুদ্ধে করা পৃথক আদালত অবমাননার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে দুই শিশুর স্কুলের গ্রীষ্মকালীন ছুটি সময়ে জাপান ভ্রমণের অনুমতি চেয়ে তাদের মা নাকানো এরিকোর করা আবেদনও খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ জুন) পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
গত ১৯ মে আপিল বিভাগ আবেদনগুলো শুনানির জন্য ২ জুন তারিখ রেখেছিলেন। এর ধারাবাহিকতায় আজ আবেদনের ওপর শুনানি হয়।
আদালতে নাকানো এরিকোর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি। তার সঙ্গে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
ইমরান শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আকতার ইমাম। সঙ্গে ছিলেন আইনজীবী রাশনা ইমাম ও কামাল হোসেন।
আপিল বিভাগের আদেশ অনুসরণ না করার অভিযোগ তুলে নাকানো এরিকো গত ২৪ এপ্রিল ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন।
আবার আপিল বিভাগের আদেশ অনুসরণ না করার অভিযোগে শিশুদের বাবা ইমরান শরীফ গত ১৬ মে নাকানো এরিকোর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন।
এরপর দুই শিশুর গ্রীষ্মকালীন ছুটির সময়ে জাপান ভ্রমণের অনুমতি চেয়ে নাকানো এরিকো গত ১৭ মে আপিল বিভাগে একটি আবেদন করেন।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ঢাকার পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু তাদের মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করা হয়। এবং তিন মাসের মধ্যে পারিবারিক আদালতে থাকা মামলাটি নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দেওয়া হয়।
আপিল বিভাগের রায়ে বলা হয়, মামলা চলাকালে নাকানো এরিকো শিশুদের নিয়ে দেশত্যাগ করতে পারবেন না। তবে বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন।
রায়ে আরও বলা হয়, তবে জাপান থেকে এসে মা বছরে তিনবার ১০ দিন করে দুই সন্তানের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন। জাপানি মায়ের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার সব খরচ বাবা ইমরান শরীফকে বহন করতে হবে।
এর আগে গত বছরের ২১ নভেম্বর দুই শিশু বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট।
সারাবাংলা/কেআইএফ/এসএসএ