সৌদিতে বিস্ফোরণে নিহত রাশেদের বাড়িতে শোকের মাতম
১৯ এপ্রিল ২০১৮ ১৫:৪৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ১৫:৫৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ফেনী: সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত ফেনীর মহিউদ্দীন রাশেদের (৩৫) বাসায় চলছে শোকের মাতম। বুধবারের ওই ঘটনায় রাশেদসহ ৬ বাংলাদেশি নিহত হয়।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) জেলা সদরের উত্তর বিরিঞ্চিতে রাশেদের বাড়িতে গিয়ে দেখা যায়, একমাত্র ছেলেকে হারিয়ে বাবা রফিকুল ইসলামে অবস্থা পাগলপ্রায়। পরিবারের একমাত্র আয়ের উৎস ছেলের মৃত্যুর খবর জেনে মা কুলফুল নেছার হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্বামীর শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন স্ত্রী শিখা মজুমদার।
নিহতের স্বজনরা জানান, জীবিকার তাগিদে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি আরবে পাড়ি জমান মহিউদ্দিন রাশেদ। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রাশেদ সবার ছোট ছিলেন। রাশেদ ও শিখা দম্পতির তিনটি সন্তান রয়েছে। ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন রাশেদের বাবা।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, দুর্ঘটনার দিন রাতের খাবার খেয়ে ফেনীর রাশেদসহ ৭ বাংলাদেশি ঘুমাতে যান। ভোরের দিকে গ্যাস সিলিন্ডার বিম্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয়ে রাশেদসহ ৬ বাংলাদেশি নিহত হয়। আহতদেরকে সৌদি আরবের কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের এমরানুল হক সোহেল (৩৪), তার ভাই ইমামুল হক মুন্না (২২), গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মো. সোহেল (৩০), লক্ষ্মীপুরের কমলনগরের জসিম উদ্দিন (২৬) ও মো. ইব্রাহিম (২৩) মারা যান।
সারাবাংলা/এমএইচ/এমআইএস
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook