Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধস্তন আদালতের ৩৭ বিচারকের বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২২ ১১:১৭

ঢাকা: অধস্তন আদালতের সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ৩৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (১ জুন) সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুবের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের ৩৭ সদস্যকে (বিচারক) বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের প্রজ্ঞাপনে উল্লেখিত পদ ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এই ৩৭ বিচার বিভাগীয় কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/ দফতর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ৮ জুন এবং প্রশিক্ষণ/ছুটি/ নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ/ছুটি/ নির্বাচনি দায়িত্ব শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হলো।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

অধস্তন আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর