Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পুলিশ কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২২ ১০:২৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর রমনার অফিসার্স কোয়ার্টারের এক পুলিশ কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত গৃহকর্মীর নাম মৌসুমী (১৪)।

গতকাল বুধবার (১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

জানা যায়, মৃত মৌসুমীর বাড়ি টাঙ্গাইল জেলায়। রমনা অফিসার্স কোয়ার্টারে অতিরিক্ত আইজি আবু হাসান মো. তারিকের বাসায় গৃহকর্মীর কাজ করতেন তিনি। মো. তারিক রাজশাহীর সারদায় পুলিশ ট্রেনিং কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) ইউনুছ আলী জানান, বিকালে খবর পেয়ে অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে ওই গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করি। মরদেহটি বাসার বেলকুনিতে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রাশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএস

গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার পুলিশ কর্মকর্তা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর