Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
১ জুন ২০২২ ২৩:১৫ | আপডেট: ১ জুন ২০২২ ২৩:৪২

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার গোবর্দ্ধন হায়দারীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় সুশীল সমাজ। সংবাদ সম্মেলনে প্রকাশিত তথ্য মিথ্যা দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সোবাহান।

বুধবার (১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়ের গোবর্দ্ধন হায়দারীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংবাদ সম্মেলন করেন প্রধান শিক্ষক। তিনি। এর আগে, গত সোমবার (৩০ মে) দুপুরে স্কুল প্রাঙ্গণে ‘সচেতন এলাকাবাসী’র ব্যানারে এক সংবাদ সম্মেলন করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলা হয়।

বিজ্ঞাপন

বুধবার সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক আব্দুস সোবাহান তার লিখিত বক্তব্যে বলেন, গত ৩০ মে সচেতন এলাকাবাসী ব্যানারে তাকে জড়িয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলে। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

আব্দুস সোবাহান বলেন, তারা আমাকে সমাজে হেয় করার চেষ্টা করছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ১৬ এপ্রিল বেসরকারি শিক্ষক/কর্মচারী জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী এক জন আয়া, এক জন পরিচ্ছন্নতাকর্মী ও এক জন নিরাপত্তাকর্মী পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের সভা হয়। পরদিন ১৭ এপ্রিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ৮ মে আয়া ও পরিচ্ছন্নতাকর্মী পদের জন্য জমা পড়া আবেদনপত্র যাচাই-বাচাই করা হয়। আয়া পদের ১২টি আবেদনের মধ্যে বয়সের কারণে দু’টি আবেদন বাতিল করা হয়। পরিচ্ছন্নতাকর্মী পদে জমা হওয়া চারটি আবেদনই বৈধ্য বলে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

প্রধান শিক্ষক বলেন, জেলা শিক্ষা কর্মকর্তার কাছে মহাপরিচালকের প্রতিনিধি গ্রহণের জন্য আবেদন করলে তিনটি পদের মধ্যে এক জন আয়া ও এক জন পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগের জন্য অফিস আদেশ দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি সেগুলোর স্মারক নম্বর তুলে ধরেন।

প্রধান শিক্ষক আরও বলেন, প্রাপ্ত আদেশ অনুযায়ী পাঁচ সদস্যের নিয়োগ বোর্ড গঠন করে কর্তৃপক্ষ। নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ২৩ মে নিয়োগের জন্য আয়া ও পরিচ্ছন্নতাকর্মী পদের উপস্থিত প্রার্থীদের পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার তৃষভান্ডার নছর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে সর্বোচ্চ নম্বর পাওয়া দুই প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। ২৫ মে তাদের নিয়োগপত্র দেওয়া হয়। তারা বর্তমানে বিদ্যালয়ে কর্মরত আছেন।

আব্দুস সোবহান বলেন, বিধি মেনে এবং কোনো ধরনের অনৈতিক লেনদেন না করে দুইটি পদে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে নিয়োগে বাণিজ্যের অভিযোগ একেবারেই সঠিক নয়। অভিযোগকারীরা উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচার করে আমাকে ও ম্যানেজিং কমিটিকে সামাজিকভাবে হেয় ও লাঞ্চিত করছে।

প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের সভাপতি ও মহিষখোঁচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসাদ্দেক হোসেন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মতিয়ার রহমান, আমিনুর রহমান, সোলদয়মান কাজী ও সাবের আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

নিয়োগ বাণিজ্যের অভিযোগ পাল্টা সংবাদ সম্মেলন প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপন

টিভি শো উপস্থাপনায় তাহসান
২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর