Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামীর নির্যাতনের শিকার হয়ে স্ত্রীর আত্মহত্যা, থানায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২২ ২২:২৯ | আপডেট: ১ জুন ২০২২ ২৩:২৩

নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে স্ত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূ সুমা আক্তার এসব নির্যাতনের বিবরণ একটি ডায়েরিতে লিখে গেছেন। এ ঘটনায় সুমার বাবা বারহাট্টা থানায় মামলা করেছেন।

গত রোববার (২৯ মে) সন্ধ্যায় বিষপান করেন সুমা আক্তার। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় বুধবার (১ জুন) দুপুরে সুমার বাবা আব্দুল লতিফ বাদী হয়ে বারহাট্টা থানায় মামলাটি করেন।

বিজ্ঞাপন

মামলায় সুমার স্বামী রসুলপুর গ্রামের সাইদুর রহমান, শ্বশুর আবদুর রহমান ও শাশুড়ি নুরেজা আক্তারকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্যাতন, যৌতুক দাবি ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

সুমা আক্তার বারহাট্টা সিকেপি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দফতরি ও বৃকালিকা এলাকার বাসিন্দা আব্দুল লতিফের মেয়ে।

আত্মহত্যা করা সুমা ২২ পৃষ্ঠার এক ডায়েরিতে স্বামী ও শাশুড়ির নির্মম অত্যাচার, যৌতুকের জন্য নির্যাতন, পরকীয়া সংক্রান্ত ঘটনাসহ শ্বশুরবাড়ির নানা অত্যাচারের ঘটনা লিখে গেছেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক বলেন, এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জেনেছি। মেয়েটির বাবা থানায় মামলা করেছেন। মেয়েটির লেখা একটি ডায়েরির কথাও আমরা জেনেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারে অভিযানও চালানো হচ্ছে।

সারাবাংলা/টিআর

গৃহবধূর আত্মহত্যা থানায় মামলা স্বামীর নির্যাতনে আত্মহত্যা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর