Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে দুর্গত এলাকায় ৫০০ পরিবারে কেএসআরএমের ত্রাণ বিতরণ

সারাবাংলা ডেস্ক
১ জুন ২০২২ ২০:৫৮ | আপডেট: ১ জুন ২০২২ ২১:০৯

বন্যা কবলিত সিলেটে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইস্পাত নির্মাণ শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম। গত ২৬ থেকে ৩১ মে বন্যাদুর্গত এলাকার শ্রমজীবী প্রায় ৫০০ পরিবারের কাছে কেএসআরএমের এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

কেএসআরএম থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগের বন্যা কবলিত কানাইঘাট, জগন্নাথপুর, গোবিন্দগঞ্জ, দরগাপাশা, সুনামগঞ্জ ও সিলেট সদরের বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের মাঝে কেএসআরএমের পক্ষে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সিলেট বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক চৌধুরী, সহকারী ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলামসহ কর্মকর্তারা।

মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, কেএসআরএম দেশের যেকোনো সংকটময় মুহূর্তে শ্রমজীবী সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। এবারও ব্যতিক্রম হয়নি। সিলেট অঞ্চলে হঠাৎ প্লাবনে বেকায়দায় পড়া শ্রমজীবী মানুষের মাঝে কেএসআরএম ত্রাণ সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে সাহায্যের হাত প্রসারিত করেছে। আমাদের এমন মানবিক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/টিআর

কেএসআরএম ত্রাণ বিতরণ ত্রাণ সামগ্রী বিতরণ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর