২ মাস পর সাংহাইয়ের বিধিনিষেধ উঠল
১ জুন ২০২২ ১৮:৩৯ | আপডেট: ১ জুন ২০২২ ২০:০৩
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মুখে চীনের বাণিজ্যকেন্দ্র সাংহাইয়ে আরোপিত বিধিনিষেধ দুই মাস পর প্রত্যাহার করা হয়েছে।
আড়াই কোটি মানুষের শহর সাংহাইয়ের স্থানীয় সময় মধ্যরাতের পর বুধবার (১ জুন) বিধিনিষেধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় প্রশাসন।
এর ৬৫ দিন আগে প্রথমবারের মতো লকডাউনে যায় সাংহাই। তারপর সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক ধাপে লকডাউন বাড়ানো হয়েছিল।
এদিকে, বিধিনিষেধ উঠলেও চীনের জিরো কোভিড নীতির কারণে সাংহাইয়ের করোনা আক্রান্ত এবং তাদের নিকটতম স্বজনসহ সাড়ে ছয় লাখ মানুষকে অবশ্য হোম কোয়ারেনটাইনেই থাকতে হচ্ছে।
এ ব্যাপারে সাংহাইয়ের সরকারি মুখপাত্র ইন শিন জানিয়েছেন, সেখানকার অধিবাসীরা এই দিনটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন। সবাই অনেক ত্যাগ স্বীকার করেছেন। এখন পুরাতন সেই সাংহাই ফিরিয়ে আনতে উন্মুখ হয়ে আছেন।
তবে, সাংহাই কর্তৃপক্ষ নতুন কিছু নিয়ম চালু করেছে। যেমন: অধিকাংশ জায়গায় ঢুকতে হলে নিজেদের স্মার্টফোনে গ্রিন হেলথ কোড দেখাতে হবে।
সারাবাংলা/একেএম