Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সততা ছিল বলেই চ্যালেঞ্জ নিয়েছি, নিজেদের অর্থে পদ্মা সেতু করেছি’

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২২ ১৮:০৮

ঢাকা: বহুল প্রত্যাশিত পদ্মা বহুমুখী সেতু চলতি মাসে উদ্বোধনের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সততা ছিল বলেই এই চ্যালেঞ্জ নিতে পেরেছি। নিজেদের অর্থে পদ্মা বহুমুখী সেতু করেছি।

বুধবার (১ জুন) বিকেলে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা তৃণমূল থেকে উন্নয়ন করেছি। আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। পদ্মা সেতু একটা চ্যালেঞ্জ ছিল। সততা ছিল বলেই এই চ্যালেঞ্জ নিতে পেরেছি। নিজেদের অর্থে সেই সেতু করেছি।’

তিনি বলেন, ‘২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করব ইনশাল্লাহ। কানাডা কোর্ট রায়ে বলেছে, সব অভিযোগ ভুয়া ও মিথ্যা। ড. ইউনুস এটা করেছে শুধু গ্রামীণ ব্যাংকের এমডি পদের জন্য। ৭১ বছর বয়স পর্যন্ত ড. ইউনূস বেআইনিভাবে গ্রামীণ ব্যাংকের এমডি থেকেছে।’

শেখ হাসিনা বলেন, ‘গ্রামীণ ব্যাংকের পদ নিয়ে মামলা করে সে হেরে যায়। পরে বিশ্বব্যাংক তার কথায় ফান্ড বন্ধ করে দেয়। পরে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করি। দেশের ৯০ ভাগ উন্নয়ন নিজস্ব অর্থায়নে করছি।’ বাংলাদেশ আজ বদলে গেছে বলেও মনে করেন আওয়ামী লীগ প্রধান।

সারাবাংলা/এনআর/পিটিএম

চ্যালেঞ্জ পদ্মা সেতু সততা ছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর