পদ্মা সেতু দেখে শেখ রেহানার মোনাজাত
সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২২ ১৭:৫৩ | আপডেট: ১ জুন ২০২২ ১৮:৫৩
১ জুন ২০২২ ১৭:৫৩ | আপডেট: ১ জুন ২০২২ ১৮:৫৩
ঢাকা: ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত স্বপ্নের পদ্মা সেতু। এই সেতুর উদ্বোধন অনুষ্ঠান ‘সুপার গর্জিয়াস’ করতে এরইমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে সরকার। এমন অবস্থায় দৃশ্যমান পদ্মা সেতু দেখে ‘আবেগে আপ্লুk’ হয়ে পড়েন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা। পদ্মা সেতু দেখে তিনি শুকরিয়া জানিয়ে মোনাজাতও করেন।
মঙ্গলবার (৩১ মে) শেখ রেহানা হেলিকপ্টারে ঢাকায় ফেরার পথে এই মোনাজাত করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১ জুন) এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়— শেখ রেহানা গতকাল হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফিরছিলেন। এ সময় তিনি পদ্মা নদী পার হওয়ার সময় সেতু এলাকায় মোনাজাত করে আল্লাহর কাছে শুকরিয়া জানান।
সারাবাংলা/এনআর/একে