Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টকশো’তে কথা বলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা খেলেন কলিমউল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২২ ১৭:৪৫ | আপডেট: ১ জুন ২০২২ ১৮:১৬

চট্টগ্রাম ব্যুরো: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ৬০ কোটি টাকা লেনদেন হয়েছে— টকশো’তে এমন মন্তব্যের জের ধরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

একই মামলায় আসামি করা হয়েছে ওই টকশো’র আরেক অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী এবং সঞ্চালক হাসিনা আক্তারকেও।

বিজ্ঞাপন

বুধবার (১ জুন) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ।

বাদীর আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সারাবাংলাকে জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা দায়ের হয়েছে। আদালত মামলা গ্রহণ করে পুলিশের চট্টগ্রামের সাইবার ক্রাইম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ১২ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন আদালত।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে। গত ১৩ মে দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই নির্বাচনে মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে মনোনয়ন দেওয়া হয়।

মামলার বাদী আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ সারাবাংলাকে বলেন, ‘গত ১৯ মে লন্ডনভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকে আয়োজিত এক টকশো’তে উপস্থিত ছিলেন নাজমুল আহসান কলিমউল্লাহ ও মনিরুল হক চৌধুরী। সঞ্চালনা করছিলেন হাসিনা আক্তার। টকশোতে নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, মনোনয়নের জন্য আহসানুল হক রিফাত ১৩ কোটি টাকা খরচ করেন। পরে আবার বলেন ২০ কোটি টাকা। সবশেষ বলেন ৬০ কোটি টাকা। মনিরুল ও হাসিনা তাকে সমর্থন দেন।’

বিজ্ঞাপন

‘প্রধানমন্ত্রী নিজে মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করছিলেন। এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রীকে অপমান করেছেন। এছাড়া তিন জন মিলে মেয়র প্রার্থী, সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং আমাকে নিয়েও মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বিভিন্ন কথা বলেন। এজন্য বাধ্য হয়ে আমি আইনের শরণাপন্ন হয়েছি,‘— বলেন সহিদ।

সারাবাংলা/আরডি/টিআর

জানিপপ টপ নিউজ ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ডিজিটাল নিরাপত্তা আইন মনোনয়ন বাণিজ্য নিয়ে মন্তব্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর