Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, যমজ নবজাতকের একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২২ ১৬:৫৭ | আপডেট: ১ জুন ২০২২ ১৭:২৩

বগুড়া: রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুঁড়িয়ে গেছে এক মাইক্রোবাস। বগুড়ার এক শহরতলীতে এ দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা যমজ দুই নবজাতকের এক জন নিহত হয়েছে। এসময় আরেক নবজাতক ও তাদের বাবা আহত হয়েছেন।

বুধবার (১ জুন) দুপুর পৌনে ১২টার দিকে বগুড়ার শহরতলী আকাশতারা এলাকায় রেল গেট অতিক্রম করার সময় ট্রেন-মাইক্রোবাসের এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নবজাতকদের বয়স ১৫ দিন। ঢাকার মোহাম্মদপুর থেকে মাইক্রোবাসে করে বগুড়া সদরের আকাশতারা গ্রামে নানার বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল নবজাতকদের।

বগুড়া সদরের স্টেশন মাস্টার সাজেদুর রহমান বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২০ ডাউন ট্রেন বগুড়ার সান্তাহারের দিকে যাচ্ছিল। এসময় একটি মাইক্রোবাস রেল গেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাইক্রেবাসটি রাস্তার পাশে উল্টে যায়। এসময় মাইক্রোবাসে থাকা দুই যমজ নবজাতকসহ তাদের বাবাও আহত হন। পরে দুই নবজাতকের মধ্যে একজন মারা যায়।

সারাবাংলা/টিআর

ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনা নবজাতক নিহত মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর