ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া
১ জুন ২০২২ ১৪:০৬
রুবলে দাম পরিশোদ না করায় ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। একই কারণে জার্মানির শেল এনার্জিকেও গ্যাস দেওয়া বন্ধ করেছে রাশিয়া। বুধবার (১ জুন) দেশটির জ্বালানি খাতের বৃহত্তম কোম্পানি গ্যাজপ্রম এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
গ্যাজপ্রম জানায়, ৩১ মে অর্থদিবস শেষ হওয়ার পরও রুবলে অর্থ পরিশোধ করেনি ডেনমার্কের ওর্স্টেড সাল্গ এন্ড সার্ভিস। ফলে ডেনমার্কের ওই কোম্পানিকে আর গ্যাস দেওয়া হচ্ছে না।
গ্যাজপ্রম জানায়, ২০২১ সালে ডেনমার্কে ১.৯ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহ করেছে রাশিয়া—যা ডেনমার্কের মোট ভোগ্য গ্যাসের দুই তৃতীয়াংশ।
জার্মান কোম্পানিতে গ্যাস সরবরাহ বন্ধের ব্যাপারে গ্যাজপ্রম জানিয়েছে, জার্মানির শেল এনার্জি লিমিটেডের সঙ্গে প্রতি বছর ১.২ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহের চুক্তি আছে, যা বন্ধ করা হয়েছে। শেল জার্মানির মোট ব্যবহৃত গ্যাসের ২.৬ শতাংশ সরবরাহ করে থাকে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চালানোর পর পশ্চিমা দেশগুলো মস্কোর উপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে থাকে। জবাবে, ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার সরবরাহ করা গ্যাসের অর্থ রুবলে প্রদানের দাবি করে গ্যাজপ্রম। কিন্তু এ বিষয়ে অস্বীকৃতি জানায় ইউরোপের কয়েকটি দেশ। এসব দেশে একে একে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রুশ কোম্পানি। এর আগে গত কাল নেদারল্যান্ডসেও গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছিল গ্যাজপ্রম। ডেনমার্ক এ তালিকায় পঞ্চম।
সারাবাংলা/আইই