ভ্যাকসিনের বুস্টার ডোজ ক্যাম্পেইন শুরু শনিবার
১ জুন ২০২২ ০৮:৪২ | আপডেট: ১ জুন ২০২২ ১১:১৯
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে দুই ডোজ ভ্যাকসিন প্রয়োগের পাশাপাশি চলছে বুস্টার ডোজও। আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ সপ্তাহ উদযাপন করা হবে। এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।
মঙ্গলবার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। এই সাত দিনের যেকোনও দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে। তাছাড়া সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য ভ্যাকসিন কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে।
এছাড়াও বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় স্বাস্থ্য অধিদফতর।
সারাবাংলা/এসবি/এএম