Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আদালতে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২২ ২৩:৩৬ | আপডেট: ১ জুন ২০২২ ০০:১২

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমির

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমিরসহ ১০ জনের নামে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য জলিউস টপ্য। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআরভুক্ত করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৩১ মে) অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগার আদালত মামলাটি আমলে নিয়ে এই নির্দেশ দেন।

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় ইস্টার সানডের দিন যুবলীগ নেতা দেবাশীষ দত্ত সমিরের হুকুমে বাবুল হোসেন, ইমরান, জনি, রাজা, পুলক, তরিকুল ইসলাম, ইসমাইল হোসেন, মহসীন ও প্রদীপ সরকারসহ একদল সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে লুইস টপ্যে’র ওপর হামলা চালায়। এ ঘটনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা থানায় মামলা দিতে গেলে কর্তৃপক্ষ মামলা নেয়নি। উল্টো হামলার শিকার ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করা হয়। স্থানীয়রা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে সাবেক কমিশনার বাবুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগে আরও বলা হয়, এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে ওই চক্রটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে মসজিদে উসকানিমূলক বক্তব্য দেয়। পরে তারা উসকানিমূলক এসব বক্তব্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর দখলে থাকা ভূমি দখলকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

মামলার বাদী জলিউস টপ্য বলেন, আদিবাসীদের ভূমি দখলকারী সন্ত্রাসীরা বিষয়টি মীমাংসার কথা বলে কালক্ষেপণ করতে থাকে। ন্যায় বিচার পাওয়ার আশায় শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয়েছি।

বিজ্ঞাপন

বাদীপক্ষের আইনজীবী আব্দুর রহমান জ্বিলানী বলেন, গত ১৭ এপ্রিলের ঘটনাকে কেন্দ্র করে দেবাশীষ দত্ত ওরফে সমিরসহ ১০ জনের নাম উল্লেখ করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জলিউস টপ্য মামলা দায়ের করেছেন। আদালত বিষয়টি আমলে নিয়ে এফআইআরভুক্ত করার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

সারাবাংলা/টিআর

আদালতে মামলা ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমির