Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে কিডনি বেচাকেনা চক্রের আরও ২ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২২ ২২:১০

ছবি: সারাবাংলা

জয়পুরহাট: অভাবী ও ঋণগ্রস্থ মানুষদের মোটা অর্থের প্রলোভন দেখিয়ে কিডনি বিক্রি করতে বাধ্য করা দালাল চক্রের আরও দুইজন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জেলার কালাই উপজেলার ওই দালালদের ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঁইয়া এমন তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত দালালরা হলেন— কালাই উপজেলার টাকাহুত গ্রামের মৃত বেলায়েত হোসেন সরকারের ছেলে আব্দুল গোফফার সরকার (৪৫) ও জয়পুর-বহুতি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নূর আফতাব (৪২)

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঁইয়া জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, গাইবান্ধা ও দিনাজপুর এলাকার নিরীহ, ঋণগ্রস্ত এবং হতদরিদ্র নারী-পুরুষদের মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে তাদের কিডনি বিক্রি করতে বাধ্য করে আসছিলেন। এসব নিরীহ মানুষরা জীবনের ঝুঁকি নিয়ে দালালদের খপ্পড়ে পড়ে ৪/৫ লাখ টাকায় চুক্তিতে তাদের মূল্যবান কিডনি বিক্রি করে দেন।

তিনি আরও জানান, ভারত ও দুবাইসহ বিভিন্ন দেশে গিয়ে তাদের কিডনি দিয়ে নামমাত্র চিকিৎসা নিয়ে যখন দেশে ফিরেন ভুক্তভোগীরা। আর দেশের বিমাবন্দরে নামার পর তাদের হাতে ১/২ লাখ টাকা দিয়ে বিদায় করেন দালালরা। কিডনি দাতারা নিজের অঙ্গ বিক্রি করে ঝুঁকি নিয়ে জীবন অতিবাহিত করলেও লাভবান হচ্ছেন এসব দালালরা। আবার নিজের কিডনি বিক্রি করে প্রতারিত হয়ে নতুন করে দালাল বনে যাচ্ছেন এসব কিডনি দাতারা।

এর আগে, গত ১৪ মে জেলার কালাই ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দালাল চক্রের সাতজন সদস্যকে গ্রেফতার করা হয়। এই ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরও দুই দালালকে গ্রেফতার করা হয়। অল্প সময়ের মধ্যে অবৈধভাবে কিডনি বিক্রি শতভাগ বন্ধ করা না গেলেও অনেকটাই বন্ধ করা সম্ভব হবে বলে আশা করেন পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঁইয়া।

বিজ্ঞাপন

এই সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফারজানা হোসেন, সদর সার্কেল মোসফেকুর রহমান, পাঁচবিবি সার্কেল ইশতিয়াক আলমসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

কিডনি বেচাকেনা চক্র জয়পুরহাট

বিজ্ঞাপন

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর