Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২২ ২১:৩৯

যশোর: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কিশোর সিরাজ ইসলাম (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (৩১ মে) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে নীলফামারী জেলার ডোমার উপজেলার গোসাইগঞ্জ গ্রামের আব্দুল জলিলের ছেলে।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান বলেন, ‘নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় চলতি বছরের ১৫ মার্চ সিরাজকে যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে আনা হয়। গত ২৮ মে জ্বর, শ্বাসকষ্ট শুরু হলে মুঠোফোনে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে একই দিন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

বিজ্ঞাপন

হাসপাতালের চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, ‘সিরাজ জ্বর, শ্বাসকষ্ট, রক্তস্বল্পতা ও জণ্ডিসে ভুগছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৯টার দিকে মারা যায়।’

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সমাজসেবা অফিসার রুবেল হাওলাদার বলেন, ‘সিরাজ অসুস্থ হলে তার যাবতীয় চিকিৎসার দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়। মারা যাওয়ার পর তার পিতা আব্দুল জলিল ও মাতা স্মৃতি বেগমের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। অ্যাম্বুলেন্সে করে তারা মৃতদেহ নীলফামারীর নিজ বাড়িতে নিয়ে গেছেন ‘

সারাবাংলা/পিটিএম

কিশোরের মৃত্যু যশোর শিশু উন্নয়ন কেন্দ্র

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর