Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে ৫ চাল ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২২ ২১:২৪

ছবি: সারাবাংলা

দিনাজপুর: জেলার হাকিমপুর উপজেলার হিলিতে অবৈধ মজুদ ও বেশি দামে চাল বিক্রির অভিযোগে এক হাসকিং মিল মালিক ও পাঁচ চাল ব্যবসায়ীকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মে) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার কয়েকটি হাসকিং মিল ও পাইকারী চাল বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

অভিযান শেষে সাংবাদিকদের মোহাম্মদ নুর এ আলম বলেন, ধানের ভরা মৌসুমে সিন্ডিকেট বেশি দামে চাল বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে আজ (মঙ্গলবার) উপজেলার পাইকারী চালের বাজার ও হাসকিং মিলগুলোতে অভিযান চালিয়ে অবৈধ মজুদের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক মিল মালিককে ২০ হাজার টাকা ও পাঁচ চাল ব্যবসায়ীকে ১৮ হাজার জরিমানা করা হয়েছে।

পাশাপাশি ব্যবসায়ীদের সর্তক করে দেওয়া হয়েছে। যাতে তারা অবৈধভাবে চাল মজুদ করে বাজার অস্থিতিশীল করে তোলার চেষ্টা না করে। আর যদি এমন অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এনএস

দিনাজপুর হিলি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর