Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাজিস্ট্রেট দেখে দোকান বন্ধ করে পালালেন চাল ব্যবসায়ীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মে ২০২২ ২০:১৮

ফাইল ছবি

ঢাকা: চাল নিয়ে যেন কেউ কারসাজি করতে না পারেন সেজন্য কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর রাজধানীতে অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যান চাল ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের দাবি, জরিমানা এড়াতে চাল ব্যবসায়ীরা এমনটা করেছেন।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে কৃষি মার্কেটে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একটি টিম। এ সময় অধিদফতরের সদস্যদের বারবার অনুরোধের পরও দোকানে আসেননি দোকানিরা।

বিজ্ঞাপন

তবে অভিযান সম্পর্কে ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার বলেন, ‘চালের দাম কেন বাড়ছে তা জানতে এসেছি। আমরা আসবো তা আগেই কিভাবে জানলেন? কেনই বা দোকান বন্ধ করে পালিয়ে গেলেন?- তা জানা দরকার। পরে অনেক ব্যবসায়ীকে অনুরোধ করা হলেও তারা ফিরে আসেননি।’

তিনি বলেন, ‘যে দামে চাল কেনেন, সেখান থেকে দোকান পর্যন্ত আসতে প্রতি কেজিতে তাদের আরও দুই টাকা খরচ পড়ে। পরে এক টাকা (প্রতি কেজি) লাভে সেই চাল বিক্রি করেন তারা। যদিও মূল্য তালিকায় প্রতি কেজিতে ১০-১২ টাকা বেশি দেখা গেছে।’

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আরও বলেন, ‘দোকানিরা অভিযোগ করেন, তারা টাকা দিয়েও চাল পাচ্ছেন না। মিল মালিকরা তাদের বলছেন ধান নষ্ট হয়ে যাওয়ায় বেশি দামে কিনতে হচ্ছে। এর প্রভাব পড়ছে চালের বাজারে। তাছাড়া অনেক ব্যবসায়ী অগ্রিম টাকা দিয়েও চাল পাচ্ছেন না। এজন্য পাইকারি বাজারেও চড়া দামে চাল বিক্রি হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের।’

এ বিষয়ে কৃষি মার্কেটের পাইকারি চালবাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম মন্টু বলেন, ‘মিল মালিকরা বিভিন্ন অজুহাতে চালের দাম বাড়িয়ে দিচ্ছেন। অগ্রিম টাকা দিয়ে রাখার পরেও আমরা সঠিক সময়ে চাল পাচ্ছি না।’

বিজ্ঞাপন

পালানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযানের শুরুতে কৃষি মার্কেটেই মূল্য তালিকায় অসঙ্গতি থাকায় এসএম রাইস এজেন্সি ও আনোয়ার ট্রেডার্স নামের দুটি দোকানকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এরপর অধিকাংশ ব্যবসায়ী দোকান ছেড়ে বেরিয়ে পড়েন।’

সারাবাংলা/ইউজে/এনএস

চাল নিয়ে কারসাজি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর