Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাবি করেসপন্ডেন্ট
৩১ মে ২০২২ ১৯:৪৬

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন শহিদ মাহমুদ হাবিব হিমেল একাডেমিক ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছেন।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর।

মৃত ওই ব্যক্তির নাম সাগর হোসেন (২২)। সে নেত্রকোনা জেলার আদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে ।

ছাত্র উপদেষ্টা বলেন, ‘ওয়েল্ডিংয়ের কাজ করার সময় দুপুর ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ মৃতদেহ এখনো মেডিকেল কলেজ হাসপাতালে আছে বলেন জানান তিনি।

তারেক নূর বলেন, ‘সার্বিক বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় থেকে টিম পাঠানো হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

নির্মাণ শ্রমিক মৃত্যু রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর