ফের তাইওয়ানের কাছাকাছি ৩০ চীনা যুদ্ধবিমান
৩১ মে ২০২২ ১৮:২৩ | আপডেট: ৩১ মে ২০২২ ১৮:২৫
ফের তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নিরাপত্তা বেস্টনীর খুব কাছাকাছি গিয়েছে ৩০ চীনা যুদ্ধবিমান। জবাবে জঙ্গিবিমান মোতায়েন করেছে তাইপে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানে চীনা আক্রমণের ব্যাপারে সতর্ক করার কয়েকদিনের মধ্যেই এই অনুপ্রবেশের ঘটনা ঘটল। অনুপ্রবেশের ঘটনায় ২২টি যুদ্ধবিমান, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, অগ্রিম সতর্কতা ও সাবমেরিনবিধ্বংসী এয়ারক্রাফট দেখা গেছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে, নিরাপত্তা ও বাণিজ্য সংক্রান্ত প্রস্তাব নিয়ে সোমবারই মার্কিন সিনেটর টামি ডাকওয়ার্থ ঘোষণা না দিয়েই তাইওয়ান সফর করেছেন; প্রেসিডেন্টের হুঁশিয়ারি এবং ওই কর্মকর্তার সফরের জবাবে বেইজিং এ যুদ্ধবিমান পাঠিয়েছে বলে অনুমান করা হচ্ছে।
সম্প্রতি চীন কয়েকবারই তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তোয়াক্কা না করেই যুদ্ধবিমান পাঠিয়েছে। বেইজিং বলছে, এসব তাদের প্রশিক্ষণ মহড়ার অংশ।
চীন তাইওয়ানকে মেইনল্যান্ড থেকে বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে। প্রয়োজন পড়লে জোর খাটিয়ে দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ারও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা।
সারাবাংলা/একেএম