ভারতে রাশিয়ার তেল রফতানি ২৫ গুণ বেড়েছে
৩১ মে ২০২২ ১৮:৪০ | আপডেট: ৩১ মে ২০২২ ২৩:০০
ঢাকা: ভারতে রাশিয়ার তেল রফতানি ২৫ গুণ বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার রেফিনিটিভ এইকনের তথ্যের বরাতে আরটি এ খবর প্রকাশ করেছে। আরটির খবরে বলা হয়, চলতি বছরের মে মাসে ভারতে রুশ তেল রফতানি হয়েছে ২ কোটি ৪০ লাখ ব্যারেল। গত বছরের একই মাসে ভারতে রাশিয়ায় ৯ লাখ ৬০ হাজার ব্যারেল তেল রফতানি করেছিল।
আরটির প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলের চেয়ে মে মাসে ভারতে রুশ তেল রফতানি ৭২ লাখ ব্যারেল বেশি হয়েছে। এ ধারা আগামী মাসেও অব্যাহত থাকবে। রেফিনিটিভ এইকনের দাবি, জুন মাসে ভারতে ২ কোটি ৮০ লাখ ব্যারেল তেল রফতানি করবে রাশিয়া। উল্লেখ্য যে, গত বছর ভারতে প্রতিমাসে গড়ে ৯ লাখ ৬০ হাজার ব্যারেল তেল আমদানি করেছিল।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে একাধিক প্রস্তাবও গৃহীত হয়। তবে জাতিসংঘে রুশবিরোধী কোনো প্রস্তাবে সম্মতি দেয়নি দিল্লি। রাশিয়া থেকে তেল আমদানিতেও নিষেধাজ্ঞা আরোপ করেনি দেশটি। ফলে মিত্র দেশ হিসেবে ভারতে মূল্য ছাড় দিয়ে তেল বিক্রি করে রাশিয়া। মূল্যছাড় পাওয়ায় ভারতও রুশ তেল আমদানি বাড়িয়েছে। গত ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মূল্যছাড়ে ৩ কোটি ৪০ লাখ ব্যারেল রুশ তেল কিনেছে ভারত।
সারাবাংলা/আইই