Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাতাল হয়ে গাড়ি চালানোয় যুক্তরাষ্ট্রের স্পিকারের স্বামী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২২ ১৭:১৫ | আপডেট: ৩১ মে ২০২২ ১৯:৪১

ন্যান্সি পেলোসি ও পল পেলোসি, ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীকে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসি।

মঙ্গলবার (৩১ মে) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, দেশটির ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতে গত শনিবার অন্য একটি গাড়িতে ধাক্কা দিলে পল পেলোসিকে (৮২) আটক করে পুলিশ। তবে অপর গাড়িটির চালককে আটক করা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

পেলোসির বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছিল। তার জামিনের জন্য পাঁচ হাজার ডলার জরিমানা ধার্য করা হয়। তবে পুলিশ হেফাজতে থাকার তালিকায় তার নাম পাওয়া যায়নি।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানিয়েছে, পল পেলোসি স্টেট রুট-২৯ পার হওয়ার সময় তার গাড়িটি একটি জিপকে ধাক্কা দেয়ে। ৪৮ বছর বয়সী একজন ব্যক্তি ওই জিপ চালাচ্ছিলেন।

ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, কোনো ব্যক্তির রক্তে অ্যালকোহলের মাত্রা শূন্য দশমিক শূন্য চার’র বেশি হলে তিনি গাড়ি চালাতে পারবেন না। তবে ঘটনার সময় পেলোসির রক্তে অ্যালকোহলের মাত্রা কতটুকু ছিল কর্তৃপক্ষ তা জানায়নি।

ওই ঘটনার সময় ন্যান্সি পেলোসি দেশটির ব্রাউন ইউনিভার্সিটিতে ভাষণ দিচ্ছিলেন। তার মুখপাত্র একটি বিবৃতি জানান, নিজের ‘ব্যক্তিগত বিষয়ে’মন্তব্য করবেন না ন্যান্সি। এছাড়া নিজের গ্রেফতারের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি পল পেলোসি।

সারাবাংলা/এনএস

টপ নিউজ পল পেলোসি যুক্তরাষ্ট্র স্পিকার ন্যান্সি পেলোসি হাউজ অব রিপ্রেজেন্টেটিভস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর