Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় পৃথক ঘটনায় ২ কিশোরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২২ ১৬:১৪ | আপডেট: ৩১ মে ২০২২ ১৭:৫৪

নেত্রকোনা: পৃথক দুর্ঘটনায় দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই দুই কিশোরের একজন পানিতে ডুবে এবং অন্যজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে জানা গেছে।

সোমবার (৩০ মে) দিবাগত রাতে জেলার কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নে শ্রীপুর গ্রামে ও রংছাতি ইউনিয়নে শালিকাবাম পাকা রোড এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

মৃত কিশোরদের একজনের নাম রানা আহমেদ (১৪) এবং অন্যজন মো. নাসির উদ্দিন (১৬)।

রানা আহমেদ উপজেলার রংছাতি ইউনিয়নে সীমান্তবর্তী রাজাবাড়ি এলাকার গ্রাম পুলিশ জালাল উদ্দিন ও আলেয়া দম্পতির সন্তান। সে নবম শ্রেণির ছাত্র ছিল।

রানার পরিবার জানায়, সোমবার রাতের খাওয়া শেষে সে মোটরসাইকেল চালানো শিখতে বের হয়। পরে ওই রাতেই রংছাতি ইউনিয়নে শালিকাবাম এলাকায় পাকা রোডে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি আম গাছে ধাক্কা খায়। রাত একটার দিকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে কলমাকান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শামীম রানা শাকিল তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মো. নাসির উদ্দিন একই উপজেলার খারনই ইউনিয়নে শ্রীপুর গ্রামের মৃত আব্দুল বাতেন ও সেতেরা বেগম দম্পতির সন্তান। নাসিরের পরিবার জানায়, সোমবার রাতে পানিতে ডুবে সে মারা গেছে।

সারাবাংলা/এসএসএ

কিশোরের মরদেহ টপ নিউজ নেত্রকোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর