Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাকরাইলে কার্ভাড ভ্যানের চাপায় পুলিশ সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২২ ০৯:০৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কাকরাইল মোড়ে শাহ সিমেন্টের কার্ভাড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক শহীদুল ইসলাম নামে এক পুলিশ সদস্য মারা গেছে।

রোববার (৩০ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশ শহিদুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপ পরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় শহিদুল মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় শাহ সিমেন্টের একটি কার্ভাড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

এসআই আরও জনান, মৃত শহিদুল বর্তমানে প্রেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পু‌লিশ শাখা-১ কর্মরত ছিলেন। পুলিশ সদস্য শহিদুলের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়। বাবার নাম আব্দুল করিম মণ্ডল।

সারাবাংলা/এসএসআর/এমও

কাকরাইল কার্ভাড ভ্যান টপ নিউজ পুলিশ সদস্যের মৃত্যু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর