Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরে লাগেজ থেকে লাখ টাকা খোয়ালেন আ.লীগ নেতা

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২২ ০০:০০ | আপডেট: ৩১ মে ২০২২ ০৯:৩৭

ঢাকা: বাংলাদেশ বিমানের বিজি৩৭২ ফ্লাইট যোগে গত ২৩ মে নেপাল থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন আওয়ামী লীগ নেতা তৌহিদ হোসেন। এরপর বিমানবন্দর থেকে বাসায় গিয়ে দেখেন তার লাগেজে থাকা লাখ টাকা গায়েব। এই বিষয়ে বাংলাদেশ বিমানসহ বিমানবন্দরের বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েও কোন নিজের খোঁয়া যাওয়া টাকা পাননি এই আ’লীগ নেতা।

এদিকে এই ঘটনায় তৌহিদ হোসেন বিমান প্রতিমন্ত্রী, সচিব এবং বাংলাদেশ বিমানের পরিচালক বরাবর অভিযোগ দিয়েছেন বলে সোমবার (৩০ মে) রাতে সারাবাংলাকে তিনি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তৌহিদ হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি সদস্য। এছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্টাক সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের সাধারণ সম্পাদক এবং নিজ প্রতিষ্ঠান ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক।

নেপালে ব্যবসায়িক কাজ শেষে গত ২৩ মে দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকায় আসেন তিনি। নেপাল যাওয়ার পর তার কাপড়ের লাগেজে টাকা ছিল। বাংলাদেশে ফেরার সময় লাগেজ থেকে টাকাগুলো তিনি হ্যান্ডব্যাগে নিতে ভুলে যান। লাগেজে ১ হাজার ১০০ ডলার ও কিছু বাংলাদেশি টাকা ছিলো। ঢাকায় ফিরে বাসায় গিয়ে দেখেন কোনো টাকা নেই, আর চেইনও খোলা।

তৌহিদ হোসেন আরও বলেন, ‘৭ দিন পার হয়ে গেলো। আমি লিখিত অভিযোগ বিমান প্রতিমন্ত্রী, সচিব, বিমানের পরিচালককে মেইল করেছি। বিমানবন্দর আর্মড পুলিশে গিয়ে অভিযোগ দিয়ে এসেছি। কিন্তু কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি।’

সারাবাংলা/এসজে/এমও

আ.লীগ নেতা বিমানবন্দর লাখ টাকা খোয়া

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর