সাংবাদিকদের সঙ্গে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা ঘটালে ব্যবস্থা: জয়
৩০ মে ২০২২ ২১:৪৪ | আপডেট: ৩০ মে ২০২২ ২২:১৩
ঢাকা: পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের সঙ্গে ‘অতি উৎসাহী’ হয়ে বাংলাদেশ ছাত্রলীগের কোনো নেতাকর্মী অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা করতে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দেন।
সোমবার (৩০ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় সহ-সভাপতি রাকিব হোসেন ও সৈয়দ আরিফ হোসেন।
আল নাহিয়ান খান জয় বলেন, ‘সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম করে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। ছাত্রলীগ অবশ্যই সাংবাদিকদের সহযোগিতা করবে, সাংবাদিকরাও ছাত্রলীগকে সহযোগিতা করবেন। এক্ষেত্রে আমরা বলতে চাই, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, তবে আমরা আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেবো- ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে। ভবিষ্যতে কেউ যদি ব্যক্তিগতভাবে অতি উৎসাহী হয়ে এ রকমের কোনো ঘটনা ঘটায়, তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।
সাংবাদিকরা ছাত্রলীগের শত্রু নয় জানিয়ে জয় বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের নিজের মতো কাজ করবে। সাংবাদিকরা তাদের কাজ করবেন। এক্ষেত্রে অতি উৎসাহী হয়ে সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণের কোনো সুযোগ নেই।’ সাংবাদিকদের সঙ্গে যথাযথ আচরণ করতে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যাম্পাসে সহাবস্থান না থাকার যে কথা বলা হচ্ছে, তা মিথ্যা। দীর্ঘদিন তারা (ছাত্রদল) মধুর ক্যান্টিনে বসেছে, রাজু ভাস্কর্যে তাদের কর্মসূচি পালন করেছে। আমাদের নেত্রীকে নিয়ে খারাপ কথা বলার পর কিন্তু আমরা কথা বলেছি। এই মন্তব্য কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও মেনে নেয়নি। ছাত্রদলের নতুন কমিটি হওয়ার পর কী এমন এজেন্ডা তারা বাস্তবায়ন করতে যাচ্ছে যে, প্রধানমন্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য করার ধৃষ্টতা দেখাতে হবে?’
সারাবাংলা/আরআইআর/পিটিএম