Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ দাবিতে উপাচার্যের সঙ্গে বৈঠক করেছে সাদা দল

ঢাবি করেসপন্ডেন্ট
৩০ মে ২০২২ ১৯:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ওপর হামলাকারীদের শাস্তির আওতায় আনা এবং ক্যাম্পাসে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিসহ পাঁচ দফা দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। সোমবার (৩০ মে) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে এই বৈঠক হয়।

বৈঠক শেষে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে ভিসির সঙ্গে আমরা সাদা দলের কেন্দ্রীয় কমিটি, বর্তমান ও সাবেক সিনেট সদস্যদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করি। এসময় ক্যাম্পাসে চলামান সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ত ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করে ক্যাম্পাসে সকল দল-মতের ছাত্র-ছাত্রীদের জন্য সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে পাঁচ দফা দাবি পেশ করি। এরপর ভিসি আমাদের আশ্বস্ত করেন।’

বিজ্ঞাপন

সাদা দলের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো—ক্যাম্পাসে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদলের বিরুদ্ধে যেসকল মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করা, বিগত কয়েক দিনে যেসকল ছাত্র-ছাত্রী ও নেতারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করা, বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হয়ে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের প্রতি সমভাবে সংবেদনশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের জন্য বিশ্ববিদ্যালয়ে অবাধ পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা গ্রহণ করা।

বিজ্ঞাপন

এসময় অধ্যাপক লুৎফর রহমান আগামী বুধবার ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে এর প্রতিবাদ ও শাস্তির দাবিতে সাদা দল মানববন্ধন করবে বলে জানান।

উপচার্যের সঙ্গে বৈঠককালে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. মো. ইউসুফ হায়দার, অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ড. সদরুল আমীন, অধ্যাপক ড. ইয়ারুল কবীর, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী ও এম এ কাউসার।

সারাবাংলা/আরআইআর/এসএসএ

সাদা দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর