Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিশিরাতের সরকার রুখতে গণফোরাম সক্রিয় থাকবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মে ২০২২ ১৯:৪৫

ফাইল ছবি

ঢাকা: গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, রাষ্ট্রে আইনের শাসন অনুপস্থিত এবং নিশিরাতের সরকার বিরোধী দল-মতের গণতান্ত্রিক অধিকারের উপর হামলা করেই চলছে, যা সংবিধান পরিপন্থী। নানা অপকর্মসহ গণবিরোধী এই কর্তৃত্ববাদী সরকারকে রুখতে গণফোরাম সক্রিয় থাকবে।

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু সোমবার (৩০ মে) দলটির নির্বাহী পরিষদের সভায় এসব কথা বলেন।

ক্ষমতাসীন অবৈধ আওয়ামী লীগ সরকার দেশে আদর্শভিত্তিক রাজনীতি ধ্বংস করে লুটপাট জবরদখলের মাধ্যমে নোংরা পরিবেশ সৃষ্টি করছে উল্লেখ করে গণফোরাম সভাপতি বলেন, ‘বাংলাদেশের বৈষম্যের বিরুদ্ধে মুক্তির সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতসীন সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ বিরোধী মতের ছাত্রদলের নারী নেত্রীসহ নেতাকর্মীদের উপর বর্বর হামলা চালিয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্রের মহড়া দিয়ে বিরোধী মতের শান্তিপূর্ণ মিছিলের উপর হামলা শিক্ষার পরিবেশ ব্যাহত করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতি সঞ্চয় করেছে।’

মন্টু আরও বলেন, ‘হঠাৎ করে চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশের মানুষের জন্য অশনিসংকেত। অবিলম্বে চালসহ সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করুন। বিরোধী মতের দলগুলোর ঐক্য বিনষ্ট করতে সরকার বিভিন্ন ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করছে। গণতন্ত্র রক্ষা ও জনগণের শাসন প্রতিষ্ঠায় এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় দাবিতে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলতে হবে।’

গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘রাষ্ট্রের সব প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করে অবৈধ সরকারের আজ্ঞাবহ দাসে রূপান্তরিত করেছে। সংবাদপত্র ও টেলিভিশনের স্বাধীনতায় হস্তক্ষেপ করার মাধ্যমে শক্তিশালী প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও সাংবাদিক গড়ে উঠার অন্তরায়। গুম, খুন ও ক্রসফায়ারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করেছে। এই ফ্যাসিস্ট সরকারের অধীনে কোন নির্বাচন করা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা।’

বিজ্ঞাপন

গণফোরাম নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলের পাশাপাশি জনতার ঐক্য গড়ে তুলতে বদ্ধপরিকর।

সারাবাংলা/এএইচএইচ/এমও

গণফোরাম নিশিরাতের সরকার