হংকং-সিঙ্গাপুরের মতো পেমেন্ট সিস্টেম চালু করতে চায় সরকার
৩০ মে ২০২২ ১৯:৫২ | আপডেট: ৩১ মে ২০২২ ০০:২৪
ঢাকা: হংকং, সিঙ্গাপুরের মতো নতুন পেমেন্ট সিস্টেমে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে সরকার। এসব পেমেন্ট সিস্টেম খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৩০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের কাছে কিছু ইনফরমেশন এসেছে, সুইফট’র বাইরে হংকং এবং সিঙ্গাপুর নতুন কিছু পেমেন্ট সিস্টেম ডেভেলপ করেছে। যেগুলো আরও বেশি কমফোর্টেবল। সেগুলো একটু এক্সপ্লোর করতে বলা হয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওখানে ছিলেন। উনি ইতোমধ্যে এগুলো নিয়ে বসেছেন। উনাকে কয়েকদিন সময় দেওয়া হয়েছে।’
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এটা নিয়ে কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, ‘আমি গতকাল উনাদের (বাংলাদেশ ব্যাংক) সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি, যাতে একটু কমফোর্টলি যেতে পারি।’
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম