Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি শ্রমিকদের ওমান যেতে ভিসা লাগবে না

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মে ২০২২ ১৯:২৫ | আপডেট: ৩০ মে ২০২২ ১৯:৩৪

ঢাকা: বাংলাদেশ থেকে শ্রমিকদের ওমান যেতে এখন আর ভিসা লাগবে না। এ বিষয় নিয়ে ওমানের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হয়েছে।

বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনীতিক, অফিসিয়াল, বিশেষ বা সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে কূটনীতিক, অফিসিয়াল, স্পেশাল এবং সার্ভিস পাসপোর্টধারীরা বিনা ভিসায় ওমান যেতে পারবেন।

সোমবার (৩০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিকেল সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জরুরি কারণে প্রধানমন্ত্রীর কাছ থেকে উনারা (ওমান কর্তৃপক্ষ) জরুরি ভিত্তিতে একটা এ্যাপ্রুভাল নিয়ে চুক্তিটা সই করে ফেলেছিল। কিন্তু যেহেতু আন্তর্জাতিক চুক্তি ক্যাবিনেটে আসতে হয়, সেজন্য কেবিনেট আজ সেটা অনুমোদন দিয়েছে।’

আনোয়ারুল ইসলাম বলেন, ‘কূটনীতিক, অফিসিয়াল, স্পেশাল এবং সার্ভিস পাসপোর্টধারীদের, আমাদের যেসব লোকেরা ওখানে কাজ করতে যাবে, তাদের আর… (ভিসা) লাগবে না। তবে বেড়ানোর জন্য সাধারণ লোকেরা যেতে চাইলে ভিসার প্রয়োজন হবে, যারা ওয়ার্কার তাদের লাগবে না।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

ওমান চুক্তি টপ নিউজ ভিসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর