চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
৩০ মে ২০২২ ১৬:১৮ | আপডেট: ৩০ মে ২০২২ ১৮:২৫
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের টিকরামপুরে পুকুরে ডুবে দিদার (৫) ও তিশা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির পাশেই খেলা করার সময় তারা পুকুরে পড়ে গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার (৩০ মে) সকালে পৌর এলাকার টিকরামপুর মহল্লার মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত দিদার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মহল্লার মধ্যপাড়ার মো. দেলোয়ারের ছেলে। তিশা একই এলাকার মো. হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার সকালে শিশু দিদার ও তিশা বাড়ির আশপাশে খেলা করার সময় পাশের পুকুরে পড়ে যায়। এদিকে, দীর্ঘ সময়েও তাদের দেখতে না পেয়ে শিশু দুইটির পরিবারের সদস্যরা তাদের খুঁজতে থাকেন। এক পর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে পুকুরে শিশু দুইটিকে ভেসে থাকতে দেখা যায়।
এসময় স্থানীয়রা দুই শিশুকে নিথর অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/টিআর