বিড়ি কারখানায় শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
৩০ মে ২০২২ ১৮:১১ | আপডেট: ৩০ মে ২০২২ ১৮:১৯
কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌর শহরের জলিল বিড়ি কারখানায় এক বিড়ি শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আরেক শ্রমিকের বিরুদ্ধে। অভিযুক্ত শ্রমিককে আটক করতে পারেনি পুলিশ।
সোমবার (৩০ মে) বিকেলে শহরের জলিল বিড়ি কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মাঈদুল ইসলাম বাপ্পি (২২) পৌরসভার মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে। তিনি কুড়িগ্রাম মজিদা আর্দশ ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় অভিযুক্ত শ্রমিকের নাম খোকন ইসলাম (২২)। তিনি একই এলাকার মাটিকাটা মোড়ের মৃত বোবা নজিরের ছেলে। তিনিও একই বিড়ি কারখানায় দিনমজুর হিসেবে কাজ করছেন।
স্থানীয়রা জানান, নিহত মাঈদুল ইসলাম বাপ্পি ও খোকন ইসলাম একই কারখানায় কাজ করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মাঈদুলকে খোকন ছুরি দিয়ে আঘাত করলেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই খোকন পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, এক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়েছি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/টিআর