Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০০ গ্রাম হেরোইন রাখার দায়ে আমৃত্যু কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২২ ১৮:১৭ | আপডেট: ৩০ মে ২০২২ ১৯:৪০

গাইবান্ধা: জেলায় ১০০ গ্রাম হেরোইন রাখার দায়ে ঠান্ডা মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মে) দুপুর ১২টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ঠান্ডা মিয়ার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি শাহাপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে।

বিজ্ঞাপন

মামলার এজাহারের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৯ সালের ১৪ অক্টোবর গোপন তথ্যের ভিত্তিতে ঠান্ডা মিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় ঠান্ডা মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তারা। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে পলিথিনের প্যাকেটে মোড়ানো ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে ঠান্ডা মিয়ার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে চার্জশিটেও তাকে একমাত্র অভিযুক্ত দেখানো হয়।

তিনি বলেন, দেশ থেকে মাদক নির্মূলে এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

সারাবাংলা/এসএসএ

আমৃত্যু কারাদণ্ড টপ নিউজ হেরোইন রাখার দায়ে আমৃত্যু কারাদণ্ড

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর