তারাবোকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে: মেয়র হাছিনা গাজী
৩০ মে ২০২২ ১৭:৫১ | আপডেট: ৩০ মে ২০২২ ১৭:৫৪
নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, ‘রূপগঞ্জের তারাবো পৌরসভাকে একটি পরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। তারাবোকে একটি পরিচ্ছন্ন-সর্বাধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’
সোমবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে ইমারত নির্মাণ ও নকশা অনুমোদন বিষয়ে অবহিতকরণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।
তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, ‘তারাবো পৌরসভাকে সারাদেশের মধ্যে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য তারাবো পৌরসভার সব কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের মনোযোগ দিয়ে কাজ করতে হবে।’
তারাবো পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ারসহ অনেকে।
সারাবাংলা/এমও