Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন আইনের খসড়া অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মে ২০২২ ১৭:৩৪

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন আইন ২০২২-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিসিককে আরও শক্তিশালী করা হচ্ছে। যেন বিনিয়োগকারীরা উৎসাহী হয়। নারী উদোক্তাদেরও কাজে উৎসাহী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (৩০ মে) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠকে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট সংশোধন আইন ২০২২-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে একটি স্থায়ী ট্রাস্ট গঠন করা হবে। যার নাম হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা গবেষণা ট্রাস্ট।

সারাবাংলা/এএইচএইচ/একে

কুটির শিল্প প্রধানমন্ত্রী মন্ত্রিসভা শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর