Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চালের মজুতদারদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশনের নির্দেশ প্রধানমন্ত্রীর

পেশাল করেসপন্ডেন্ট
৩০ মে ২০২২ ১৬:৪৭ | আপডেট: ৩০ মে ২০২২ ১৮:৩৮

ঢাকা: মৌসুমেও চালের দাম বৃদ্ধি পাওয়ায় মজুতদারদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশনে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মার্কেট সার্ভে করে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন তিনি।

সোমবার (৩০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ে বলেন, ‘কেউ অবৈধভাবে চাল মজুত করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নিদের্শ দেন প্রধানমন্ত্রী।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, চাল ও তেল নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মার্কেট সার্ভে করে দ্রুত অ্যাকশনে যেতে বলা হয়েছে। তেলের মতো চাল ইস্যুতেও অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। মজুত করলে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাণিজ্য, খাদ্য এবং কৃষিমন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান আনোয়ারুল ইসলাম।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

অ্যাকশন চালের মজুতদার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর