যশোরে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
৩০ মে ২০২২ ১৫:৫৫ | আপডেট: ৩০ মে ২০২২ ১৭:১৫
যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলার বাঘুটিয়া ইঊনিয়নের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের এক পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মে) দুপুর ১টার দিকে ওই শিশুরা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃত শিশুরা হলো— বাঘারপাড়া উপজেলার বাঘুটিয়া ইঊনিয়নের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের হারুন মোল্লার মেয়ে তমা (৮), কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৮) ও শাহিদ মোল্লা ছেলে হোসাইন (৫)।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, (সোমবার) সকালে ওই তিন শিশু বাড়ির পাশে খেলা করতে যায়। দুপুরে বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। এসময় পাশের এক পুকুরপাড়ে তিন শিশুর জুতা পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা পানিতে নেমে ডুব দিয়ে এক শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে আরও খোঁজাখুঁজি করলে আরও দুই শিশুকে নিথর অবস্থায় উদ্ধার করা হয় ওই পুকুর থেকে।
পুকুর থেকে তিন শিশুকে উদ্ধারের পর তাদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানিয়েছেন, ওই তিন শিশু সম্ভবত একসাঙ্গে গোসল করতে নেমেছিল পুকুরে। কিন্তু তাদের কেউই সাঁতার জানত না। ফলে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, গোসল করতে নেমে ওই তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অন্যের প্রতিবেশী ছিল। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সারাবাংলা/টিআর