‘পুতিন অসুস্থ নন’
আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২২ ১৫:২২ | আপডেট: ৩০ মে ২০২২ ১৭:২২
৩০ মে ২০২২ ১৫:২২ | আপডেট: ৩০ মে ২০২২ ১৭:২২
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শারীরিকভাবে অসুস্থ, মার্কিন গোয়েন্দাদের বরাতে এমন একটি খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লেভেরভ এ ব্যাপারে মুখ খুলেছেন।
ফ্রেঞ্চ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন অসুস্থ নন। প্রতিদিন তিনি জনসম্মুখে হাজির হচ্ছেন। কোনো স্বাভাবিক মানুষের পক্ষে তাকে অসুস্থ বলা সম্ভব নয়।
এর আগে, ৭০ বছর বয়সী পুতিন ক্যানসারে ভুগছেন এমন খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল।
রাশিয়ার চলমান ইউক্রেন অভিযানকে নব্য নাৎসিদের বিরুদ্ধে অভিযান বলে উল্লেখ করে সার্জেই লেভেরভ বলেছেন, পূর্বাঞ্চলীয় জনপদগুলোর স্বাধীনতার ব্যাপারে রাশিয়া আপসহীন।
সারাবাংলা/একেএম