Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোকানি বাবু হত্যা: এক ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ ভাইয়ের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মে ২০২২ ১৩:২৬ | আপডেট: ৩০ মে ২০২২ ১৫:৪৩

ঢাকা: ২০১৩ সালে রাজধানীর মিরপুরে স্টেশনারি দোকানি কাজী জহুরুল ইসলাম বাবু হত্যা মামলায় এমদাদুল হক ওরফে গন্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তার দুই ভাই শহিদুল্লাহ ও মনির এবং তাদের সহযোগী আজাদুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মে) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত তিন আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানা না দিলে তাদের আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে।

বিজ্ঞাপন

আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন জানিয়েছেন, আসামিদের মধ্যে শহিদুল্লাহ পলাতক রয়েছেন। বাকি তিন আসামি কারাগারে ছিলেন। রায় ঘোষণার আগে তাদের আদালতে হাজির করা হয়। পরে আবার সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহতের ভাই কাজী তাজুল ইসলাম। রায়ে সন্তুষ্টি জানিয়ে বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি।

মামলার এজাহার থেকে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে ২০১৩ সালের ১৭ জুলাই সকাল ১১টার দিকে স্টেশনারি দোকানি কাজী জহুরুল ইসলাম বাবুকে মিরপুরের মধ্য মনিপুর এলাকার বাসা থেকে ডেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিনই নিহতের ভাই কাজী তাজুল ইসলাম মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

২০১৪ সালের ২৬ জুলাই মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক ইমানুর হোসেন। এরপর আদালত চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে আদালত অভিযোগপত্রে অন্তর্ভুক্ত ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/টিআর

২ ভাইয়ের যাবজ্জীবন এক ভাইয়ের মৃত্যুদণ্ড টপ নিউজ স্টেশনারি দোকানি বাবু হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর