প্রথমবার কিয়েভের বাইরে জেলেনস্কি
৩০ মে ২০২২ ১১:৪৮ | আপডেট: ৩০ মে ২০২২ ১৩:৩৬
ইউক্রেনে রুশ আক্রমণ শুরুর পর এই প্রথম সরকারিভাবে কিয়েভের বাইরে গেলেন জেলেনস্কি। ঘুরে দেখলেন যুদ্ধবিধ্বস্ত খারকিভ। একইসঙ্গে, খারকিভে নিরাপত্তাবাহিনীর কমান্ডারকেও সরিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, খারকিভে সেনারা প্রাণপাত করে লড়াই চালিয়ে গেলেও ওই অঞ্চলের সেনাপ্রধান যথেষ্ট কাজ করেননি। সে কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে, ওই সেনাপ্রধানকে রাশিয়ার চর বলে সম্বোধন করেননি জেলেনস্কি। এর আগে, সেনাবাহিনীর ভিতরে এমন চরদের চিহ্নিত করে শাস্তি দিয়েছেন জেলেনস্কি।
এদিকে, খারকিভের পরিস্থিতি এখনো ভয়াবহ। জেলেনস্কি জানিয়েছেন, খারকিভের ৩১ শতাংশ রাশিয়ার সেনা দখল করে নিয়েছে। চার শতাংশ ইউক্রেন ফিরিয়ে নিতে পেরেছে। এখনো সেখানে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনা। কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারও হিসেব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
রোববার (২৯ মে) খারকিভ থেকে তার যে ছবি প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে একটি বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে এলাকা পরিদর্শন করছেন তিনি। তার ঠিক পাশেই ইউক্রেনের জাতীয় সেনাপ্রধান।
সারাবাংলা/একেএম