Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ম্যারাথন সফর

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২২ ১০:২৯ | আপডেট: ৩০ মে ২০২২ ১২:৫৭

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আট দেশে ১০ দিনের ম্যারাথন সফরে রয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

তার মধ্যেই সোমবার (৩০ মে) ওই অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে তার।

ওই বৈঠকে আঞ্চলিক অর্থনীতি এবং নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের আধিপত্য বাড়াতেই চীন এই কৌশল হাতে নিয়েছে।

এর আগে, সলোমন আইল্যান্ড-কিরিবাতি-সামওয়া সফর শেষে রোববার (২৯ মে) দ্বীপরাষ্ট্র ফিজিতে পৌঁছান চীনা পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার ফিজির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন তিনি। চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে এমন সবগুলো দেশের প্রতিনিধিরা ওই বৈঠকে যোগ দেবেন।

ফাঁস হওয়া এক নথির বরাতে গার্ডিয়ান জানাচ্ছে, ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, শুল্কমুক্ত বাণিজ্য, মানবিক সহায়তার মতো ব্যাপারগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, করোনা মহামারি শুরুর পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ত্রাণ সহায়তা প্রেরণের মাধ্যমে চীন এই দেশগুলোর সঙ্গে পুরাতন সম্পর্ক নতুন করে ঝালাই করে নিয়েছে।

সারাবাংলা/একেএম

চীন টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর