Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২২ ২৩:১৭

গোলাম মোহাম্মদ কাদের, ফাইল ছবি

ঢাকা: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্বরত বাংলাদেশের গর্বিত সদস্যদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

রোববার (২৯ মে) এক অভিনন্দন বার্তায় বিশ্বশান্তি রক্ষায় সকল দেশের শান্তিরক্ষীদের প্রতি শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি শান্তিরক্ষী মিশনে জীবন উৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

বিজ্ঞাপন

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘সাহসিকতা, বীরত্ব আর কর্মনিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।’ তিনি বলেন, ‘সূর্য সন্তানরা শান্তিরক্ষী মিশনে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।’

আভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে। এরশাদ সকল রাজনৈতিক দলের বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে সৈন্য পাঠিয়েছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

বাংলাদেশ শান্তিরক্ষা মিশন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর