Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ খরচে বিদেশ যেতে পারবেন আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতরা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২২ ২২:৩৭ | আপডেট: ২৯ মে ২০২২ ২২:৪৬

ঢাকা: আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকের নতুন নির্দেশনা বলছে, এখন থেকে হজ-ওমরাসহ বিশেষ প্রয়োজন ও চিকিৎসার জন্য সম্পূর্ণ নিজ খরচে তরা বিদেশ যেতে পারবেন।

রোববার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে ব্যাংকিং খাতের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও কেন্দ্রীয় ব্যাংক একই ধরনের নির্দেশনা জারি করেছিল।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বলছে, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ প্রয়োজনে নিজস্ব অর্থায়নে বিদেশে যেতে পারবেন। ২০২২ সালের পবিত্র হজ পালন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষে জরুরি চিকিৎসার জন্য তারা বিদেশ যেতে পারবেন।

আরও পড়ুন-

নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিকরা নিজ দেশে যাবেন এবং বিদেশি আয়োজক সংস্থার সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ ও স্টাডি ট্যুর, ওয়ার্কশপ ও এক্সপোজার ভিজিট সভা ও সেমিনারে অংশ নিতে পারবেন।

ব্যয় সংকোচনের লক্ষ্যেই সম্প্রতি সরকার সব ধরনের সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা দেয়। পরে রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদেরও বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ দেয় অর্থ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

এর ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্যও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদেশ সফর স্থগিত করা হয়। পরে অবশ্য কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা আরেক নির্দেশনায় বলা হয়, নিজ খরচে হলে ব্যাংককর্মীরাও বিদেশ সফর করতে পারবেন। এবার একই নির্দেশনা দেওয়া হলো নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের জন্যও।

সারাবাংলা/জিএস/টিআর

আর্থিক প্রতিষ্ঠান নিজ খরচে বিদেশ সফর বিদেশ সফর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর