জীবন নগরে ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত
২৯ মে ২০২২ ২০:১৮ | আপডেট: ২৯ মে ২০২২ ২২:৩৫
বান্দরবান: বান্দরবানের থানচির জীবন নগরে ইস্পাত বহনকারী একটি ট্রাক গভীর খাদে পড়লে এক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকে থাকা আরও তিন জন।
রোববার (২৯ মে) দুপুর সাড়ে ১২টার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের নাম মোহাম্মদ সাঈদ (৩০)। তার বাড়ি ফরিদপুর।
দুর্ঘটনায় আহতরা হলেন— গাড়িচালক চট্টগ্রামের নিমতলা বিশ্বরোডের মৃত সফর আলীর ছেলে মো. আব্দুল মজিদ (৫০), গাড়ির চালকের সহকারী কুমিল্লা নাঙ্গলকোটের জাহাঙ্গীর আলমের ছেলে মো. রিজন (১৮) ও চাঁদপুরের মো. ফরহাদ (২০)।
ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানান, থানচি থানায় একটি কটেজ তৈরির জন্য ইস্পাতের সরঞ্জাম নিয়ে থানচি যাচ্ছিল ট্রাকটি। পথে জীবন নগর নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি প্রায় তিনশ ফুট গভীর খাদে পড়ে যায়। এসময় দুর্ঘটনাস্থলেই গাড়িতে থাকা শ্রমিক সাঈদের মৃত্যু হয়। এছাড়া চালকসহ আরও তিন জন আহত হন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, ট্রাক খাদে পড়ে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিন জন। আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/টিআর