Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেপো সুদ হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২২ ২২:২৬

ঢাকা: রেপো (নীতি সুদহার) সুদ হার বাড়াল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেওয়ার জন্য নির্ধারিত ‘রেপো’র সুদ হার ৪ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান করোনাভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে করোনাভাইরাসের সংক্রমণের তীব্রতা হ্রাস এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে বিভিন্ন দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সম্প্রসারণমূলক রাজস্ব ও মুদ্রানীতি গ্রহণের ফলে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

সেইসঙ্গে বৈশ্বিক চাহিদা বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যের সরবরাহ ব্যবস্থায় বিঘ্নতা, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘসূত্রতার কারণে বিশ্ব অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা সৃষ্টির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ সবধরনের পণ্য (খাদ্য ও খাদ্য-বহির্ভূত) মূল্যের ঊর্ধ্বগতির পরিস্থিতি এবং অভ্যন্তরীণ অর্থনীতির ও বৈশ্বিক অর্থনীতির মূখ্য সূচকগুলো পর্যালোচনার জন্য দেশের মুদ্রানীতি সুষ্ঠুভাবে প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত মনিটারি পলিসি কমিটি’র (এমপিসি) ৫তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, করোনার প্রভাব শুরুর পর ২০২০ সালে তিন দফায় বেসিস পয়েন্ট ১ দশমিক ২৫ শতাংশ কমিয়ে ৪ দশমিক ৭৫ শতাংশ করা হয়। এক সময় রেপোর সুদ হার ছিল ৭ দশমিক ৭৫ শতাংশ।

বিজ্ঞাপন

রেপো বা পুনঃক্রয় চুক্তির মাধ্যমে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে থাকে। ব্যাংকের কেনা ট্রেজারি বিল ও বন্ড জমা রেখে স্বল্প সময়ের জন্য এই ধার দেয় কেন্দ্রীয় ব্যাংক। একইভাবে বাজার থেকে টাকা তোলার প্রয়োজন হলে রিভার্স রেপো বা বিপরীত পুনঃক্রয় চুক্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক টাকা তুলে নেয়।

সারাবাংলা/জিএস/পিটিএম

বাংলাদেশ ব্যাংক রেপো ‍সুদ হার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর