Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দিনে ৮৮২ হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মে ২০২২ ২১:৫৫ | আপডেট: ২৯ মে ২০২২ ২২:২৩

ঢাকা: সারাদেশে অনুমোদনহীনভাবে গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সেই আলটিমেটাম শেষে এখন পর্যন্ত ৮৮২টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই সিলগালা করে দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ১৬৭টি।

রোববার (২৯ মে) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত সারাদেশে ৮৮২টি অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বন্ধ করা হয়েছে ১২টি প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তির তথ্য বলছে, ঢাকার বাইরে বন্ধ করা হয়েছে মোট ৭১৫টি প্রতিষ্ঠান। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ২২৯টি, রাজশাহীতে ৭৮টি, রংপুরে ১৪টি, ময়মনসিংহে ৯৬টি, বরিশারে ৫৯টি, সিলেটে ৩৫টি ও খুলনায় ২০৪টি প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদফতর।

এর আগে, রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক বেলাল হোসেন বলেন, আমরা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। এর মধ্যে গত দুই দিনে আমরা এখন পর্যন্ত (বিকেল) ৫৩৮টি ক্লিনিক ও হাসপাতাল সিলগালা করে দিয়েছি। অনিবন্ধিত ও অনিয়মের দায়ে দণ্ডিত প্রতিষ্ঠানগুলো আবার যেন গড়ে না ওঠে, সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের কাছে এখনো কয়েকটি জেলার তথ্য আসেনি, ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, ঢাকার বাইরে সিভিল সার্জনদের নেতৃত্বে এবং রাজধানীতে অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে তিনটি টিম অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে কাজ করছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, অভিযানে ঢাকা বিভাগের ১৩টি জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে অনিয়মের দায়ে ৪ লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সারাবাংলা/এসবি/টিআর

অনুমোদনহীন প্রতিষ্ঠান ক্লিনিক সিলগালা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্য অধিদফতরের অভিযান

বিজ্ঞাপন

গ্যাস সংকট থাকতে পারে আরও ৪ দিন
৯ জানুয়ারি ২০২৫ ১৪:৪৯

আরো

সম্পর্কিত খবর