Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক্টর খাদে পড়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২২ ২২:১৮

প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর খাদে পড়লে দুই জন নিহত হয়েছে। নিহত দু’জন ওই ট্রাক্টরচালকের দুই সহযোগী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (২৯ মে) সন্ধ্যার দিকে বালিটেক বেড়িবাঁধ আঞ্চলিক সড়কের সদর উপজেলার হাটিপাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাক্টরের চালকসহ তিন জন আহত হয়েছেন।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা খাঁনে আলম জানান, সদর উপজেলার হাটিপাড়া এলাকার গঙেরচক এলাকায় খুঁটি বোঝাই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাক্টরে থাকা খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

খাঁনে আলম আরও জানান, ওই দুর্ঘটনায় তিন জন আহত হয়েছেন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পুলিশকেও দুর্ঘটনার তথ্য অবহিত করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে এবং তাদের পরিচয় জানার চেষ্টা করা হবে।

সারাবাংলা/টিআর

ট্রাক্টর খাদে নিহত ২ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর